Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেচ সুবিধা বাড়িয়ে ফসলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ

জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ০৮:৩৪

ঢাকা: সেচ সুবিধা বাড়িয়ে বছরে ৩ দশমিক ৬ লাখ টন অতিরিক্ত ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩২৯ কোটি টাকা।

এজন্য ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ড্রিপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সাড়ে চার হাজার সেচ যন্ত্রে ৫০০ মিটার করে ভূ-গর্ভস্থ সেচনালা সম্প্রসারণ করে কমান্ড এরিয়া বৃদ্ধি এবং সুনিয়ন্ত্রিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে সেচ কার্যক্রম সম্প্রসারণ করে প্রতি বছর ৩ দশমিক ৬০ লাখ মেট্রিক টন ফসল উৎপাদন ,কৃষক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বরেন্দ্র এলাকায় সেচ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন ধরে রাখাসহ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর চলতি বছরের ১৭ জুন অনুষ্ঠিত হয় পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভা। ওই সভায় দেওয়া সুপারিশগুলো প্রতিপালন করায় প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে ২০২৫ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।

বিজ্ঞাপন

প্রকল্প প্রস্তাবনায় বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরেন্দ্র এলাকায় সেচ ব্যবস্থার উন্নয়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে। ৮০’র দশক হতে বিভিন্ন প্রকল্প কর্মসূচির আওতায় বিএমডিএ বরেন্দ্র এলাকায় এ যাবৎ ১৬ হাজার ৩৪৪টি সেচ যন্ত্র স্থাপন করা হয়েছে এবং এসব সেচ যন্ত্রে বিভিন্ন দৈর্ঘ্যরে ভূ-গর্ভস্থ ভূ-উপরিস্থ সেচনালা নির্মাণ করা হয়েছে। তারমধ্যে প্রায় ৯ হাজার সেচযন্ত্রের প্রতিটির জন্য ৬১০ মিটার দৈর্ঘ্যরে ইউপিভিসি ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ করা হয়েছে। ৬১০ মিটার দৈর্ঘ্যরে সেচনালা একটি সেচ যন্ত্রের সকল কমান্ড এরিয়ায় সেচ দেওয়ার জন্য যথেষ্ট না হওয়ায় অনেক ক্ষেত্রে কৃষকরা কাঁচা সেচনালা নির্মাণের মাধ্যমে জমিতে সেচ প্রদান করছেন। এতে কৃষি জমি ও সেচের পানির অপচয়সহ ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। এসব বিবেচনায় কৃষি জমি ও সেচের পানির অপচয়রোধ, কমান্ড এরিয়া বৃদ্ধি ও সেচ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিএমডিএ মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাই করে অগ্রাধিকারীবত্তিতে সাড়ে ৪ হাজার সেচ যন্ত্রেও ভূ-গর্ভস্থ সেচনালা বিদ্যমান ৬১০ মিটার থেকে অতিরিক্ত ৫০০ মিটার বর্ধিত করে কমান্ড এরিয়া বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ১০টি ড্রিপ সেচ ব্যবস্থা স্থাপননের মাধ্যমে সেচ দক্ষতা বৃদ্ধি ও পানির অপচয় রোধ করে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে।

সারাবাংলা/জেজে/এএম

সেচ সুবিধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর