Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে বাংলাদেশ-মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া শুরু

সারাবাংলা ডেস্ক
১ ডিসেম্বর ২০২১ ১৮:৩৫

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে শুরু হয়েছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ ও মহড়া কো-অপারেশন এফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং-কারাত ২০২১।

বুধবার (১ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশের নৌবাহিনীর জাহাজসমূহের সদরদফতরে (বিএন ফ্লিট) এই মহড়া ও প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার এম এংডাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।

যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ‘তুলসা’ এবং হেলিকপ্টার এমএইচ-সিক্স জিরো এস অংশ নিচ্ছে। আর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান, প্রত্যয়, দূর্জয় এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, বিশেষায়িত ইউনিট সোয়াড্স ও নেভাল এভিয়েশন অংশ নিচ্ছে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির উপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা এই যৌথ প্রশিক্ষণ ও মহড়ার লক্ষ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

নৌবাহিনী মহড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর