Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ২৩:০৮

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় হাসিবুল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথাচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী রেজাউল করিম মাসুম জানান, কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় ওই কিশোর। দেখতে পেয়ে তাকে দ্রুত স্থানীয় সাফেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহতের সহকর্মী মো. আলম জানান, নিহত হাসিবুলের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়। মালিবাগ ইবনে সিনা হাসপাতালে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতো। থাকতো ওই হাসপাতালেই। রাতে বাজার করতে বের হয়। এরপরে দুর্ঘটনার খবর আসেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

বিজ্ঞাপন

ঢাবির জনসংযোগ অফিসে চাকরি
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৬

আরো

সম্পর্কিত খবর