শাহজালালে বোমা আতঙ্ক, মালয়েশিয়ান এয়ারলাইনসের জরুরি অবতরণ
১ ডিসেম্বর ২০২১ ২৩:১৫
ঢাকা: যাত্রীর কাছে বোমা রয়েছে— এমন গোয়েন্দা তথ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ১৯৬ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে।
এ তথ্য নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সারাবাংলাকে বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, বিমানটিতে একজন যাত্রীর কাছে বোমা রয়েছে। তথ্য ছিল, যে নাগরিকের কাছে বোমা রয়েছে তিনি পাকিস্তানের নাগরিক। কিন্তু যাত্রী তালিকায় পাকিস্তানের কোনো নাগরিক নেই। আমরা এখনো যাত্রীদের তল্লাশি করছি। বিস্তারিত জানতে আরও সময় লাগবে।
এর আগে, মালয়েশিয়ার এয়ারলাইন্সের ওই ফ্লাইট কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
এদিকে, বোমা থাকার গোয়েন্দা তথ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিয়েছে। বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিমানবন্দর এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করছেন।
ফাইল ছবি
সারাবাংলা/এসজে/টিআর
বোমা আতঙ্ক মালয়েশিয়ান এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর