এইচএসসি পরীক্ষা শুরু আজ
২ ডিসেম্বর ২০২১ ০০:২৫
চলতি বছরের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর)। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। মহামারির কারণেই গত বছর অন্যতম বড় এই পাবলিক পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি। এ বছর পরীক্ষা নিলেও সেটি নেওয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে।
আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) মিলিয়ে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১২০টি, কেন্দ্র বেড়েছে ২০টি।
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যবিধি অনুসরণসহ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলোও অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে।
এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন, ছাত্রী সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। এছাড়া আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন, ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন। আর ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন, ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন— বিজ্ঞান বিভাগে ৮৬ হাজার ৭৮১ জন, মানবিকে ১ লাখ ৫০ হাজার ১৫৮ জন ও ব্যবসায় শিক্ষায় ৭৭ হাজার ৮০১ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ হাজার পাঁচ জন, মানবিকে ৯৫ হাজার ৩৭৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ১৭ হাজার ৩৬৬ জন। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৩৫৭ জন, মানবিকে ৫৫ হাজার ৯০১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫১ জন।
যশোর বোর্ডের মোট পরীক্ষার্থী ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন— বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩৪১ জন, মানবিকে ৯৪ হাজার ২১৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৬০২ জন। চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ এক হাজার ১০২ জন— বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৩৬৯ জন, মানবিকে ৪৪ হাজার ১৪৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫৮৯ জন। বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ৬৮ হাজার ৪৪১ জন— বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ২০৪ জন, মানবিকে ৪৩ হাজার ৩২৪ জন ও ব্যবসায় শিক্ষায় ১১ হাজার ৯১৩ জন।
সিলেট বোর্ডে ৬৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানের পরীক্ষার্থী ১৩ হাজার ৮৮ জন, মানবিকে ৪৫ হাজার ৩০১ জন, ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ৪০৩ জন। দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন— বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৭৭ জন, মানবিকে ৭৭ হাজার ৩৯৩ জন, ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ২২৫ জন। আর ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থী ৭০ হাজার ৯৩৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৫০৮ জন, মানবিকে ৫০ হাজার ৩২১ জন ও ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থী ৭ হাজার ১০৫ জন।
এইচএসসি পরীক্ষার শুরুর দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির। বাসস।
ফাইল ছবি
সারাবাংলা/টিআর