গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের আহত ৪
২ ডিসেম্বর ২০২১ ১৩:১৩
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরমুক্তারপর এলাকায় একটি চার তলা বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশু সহ একই পরিবারে চার জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— কাওসার (৩৬), শান্তা (২৩) ও তাদের দুই শিশু ইয়াসিন (৫) ও নোহর (৩)। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে বাড়ির দ্বিতীয় তলার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের থাই গ্লাসের জানালা ভেঙে যায়, ঘরে থাকা বিভিন্ন আসবাব পত্র পুড়ে যায়। এসময় ঘরে থাকা কাওসার তার স্ত্রী শান্তাসহ তাদের দুই শিশু ইয়াসিন ও নোহর অগ্নিদগ্ধ হয়। বিস্ফোরণের পরে প্রতিবেশী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজিব খান বলেন, ভোর সোয়া ৪টার দিকে আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হতে পারে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।
সারাবাংলা/টিআর