বিএনপি আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের
২ ডিসেম্বর ২০২১ ১৪:১৩
ঢাকা: আইন-আদালতের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল নয় এবং দলটি আইন-আদালতের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আইন-আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে নানা কথা বলছে। তারা বলছে, ‘আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার’। বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে, তারা দেশের আইন-আদালতের কোনো তোয়াক্কা করে না।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
এর আগে, বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মহিলা দল আয়োজিত এক সমাবেশে দলটির মহাসচিব বলেন, সরকার ইচ্ছা করলেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে পারে। সুতরাং বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার।
বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার যদি অবৈধই হয়, তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন? আর এই সরকার অবৈধই বা কী করে হয়! সংসদে তো আপনাদেরও প্রতিনিধিত্ব রয়েছে।
ঢাকা সিটিতে বেশকিছু পরিবহন কোম্পানির বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া না নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সরকারের এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিষয়টির নিন্দা জানান। তিনি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি হাফ পাস সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানান। একইসঙ্গে প্রশ্ন রেখে বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?
সারাবাংলা/এনআর/টিআর