‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত উন্নয়ন কাজ করে যাচ্ছেন’
২ ডিসেম্বর ২০২১ ১৭:৫৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে এবং দেশের মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা দিন রাত নিরলসভাবে উন্নয়ন কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছেন, তা অব্যাহত থাকলে শিগগিরই আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো।’
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নয়ামাটি এলাকায় ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই দেইলপাড়া ব্রিজ থেকে নয়ামাটি চেয়াম্যানবাড়ি ভায়া বন্দেরবাড়ি সড়ক ও আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণে ব্যয় হবে ৪ কোটি ৪২ লাখ টাকা।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বর্তমান সরকার কথায় ও কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমাণ করছে, উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকার দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘দিনে দিনে শেখ হাসিনার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে বাংলার মানুষের ভাগ্য। তার সুদক্ষ ও আন্তরিক নেতৃত্বে এদেশের মানুষ একটি উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়েই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন।’
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা রবি রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী জামাল উদ্দীন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমানসহ অনেকে।
সারাবাংলা/এমও
উন্নয়ন কাজ গোলাম দস্তগীর গাজী প্রধানমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী শেখ হাসিনা