Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের লেডি বাইকার রিয়া রায়ের ১০ সপ্তাহের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ১৯:০৮

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া রায়কে ১০ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী। গত ৮ নভেম্বর পুলিশ বাদী হয়ে সিলেটের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

জানা যায়, সিলেট নগরের কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার বাসিন্দা রিয়া রায়। অনলাইন জগতে লেডি বাইকার নামে পরিচিত তিনি। তরুণীদের মোটরসাইকেল চালাতে তিনি উদ্ধুদ্ধ করেন ভিডিও বার্তায়। নিজে টিকটক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে বয়ফ্রেন্ড আরমান সামিকে নিয়ে মাদক কারবারে নামার অভিযোগ তার বিরুদ্ধে। এক সময় পুলিশের হাতে তার বয়ফ্রেন্ড গ্রেফতার হন। প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের ঘটনায় রিয়া ও তার বয়ফ্রেন্ড সামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

১০ নভেম্বর সিলেট মেট্রোপলিট্ন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, রিয়া বয়ফ্রেন্ড আরমান সামিকে নিয়ে সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন এলাকায় যান। নীল রঙের একটি গাড়ি (ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তারা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে রিয়ার বয়ফ্রেন্ড আরমান সামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এরপর আরমান সামি থানায় গিয়ে জানান, পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। তিনি সিলেটে লেডি বাইকার নামে পরিচিত। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে একটি পানির বোতলে রাখা ৫০০ মিলিগ্রাম বিশেষ মদ, ১০ পিস ইয়াবা ও সামান্য গাজা উদ্ধার করে।’

পরে রিয়া রায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

আগাম জামিন লেডি বাইকার রিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর