Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতবর্ষে ১০০ ছবি নিয়ে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী

ঢাবি করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ২৩:৪৪

ঢাবি: শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক ১০০টি আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের তোলা আলোকচিত্রের মধ্য থেকে ১০০টি আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে কর্তৃপক্ষ।

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও শতবর্ষ উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, টেলিভিশিন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া ও চেয়ারপারসন হাবিবা রহমান।

সারাবাংলা/আরআইআর/এমও

১০০ ছবি আলোকচিত্র ছাত্র-শিক্ষক কেন্দ্র শতবর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর