Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আপিল নিষ্পত্তি না হলে জামায়াতের ব্যাপারে করার কিছুই নেই’


১৪ ডিসেম্বর ২০১৭ ১০:৪২

স্পেশাল করেসপন্ডেন্ট

আপিল বিভাগে মামলা (নিবন্ধন বাতিল সংক্রান্ত) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত  জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কিছুই করার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার রায়েরবাজারে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। জামায়াতকে নিষিদ্ধ করা হবে কি না, এ ব্যাপারে মন্ত্রীর কাছে জানতে চান উপস্থিত সাংবাদিকরা।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের চিন্তা-ভাবনা খুব পরিষ্কার। আওয়ামী লীগ যা বলে তা করে দেখায়।

এর আগে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের নির্মূল করতে হবে, এটাই আজকের দিনের শপথ।

তিনি বলেন, ‘বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেকের বিচার হয়েছে, অনেকে বিদেশে পালিয়ে আছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।’

‘ইতিমধ্যে কূটনীতিক জট খুলতে শুরু হয়েছে। এ বিষয়ে দেশে জনমতও তৈরি হয়েছে’- বলেন কাদের।

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর