Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের সামনে সশস্ত্র অবস্থান, ৩ ঘণ্টা পর আটক

আন্তর্জাতিক ডেস্ক
৩ ডিসেম্বর ২০২১ ০৭:১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে অবস্থান নেওয়া ৬০ বছর বয়সী এক অস্ত্রধারীকে তিন ঘণ্টার চেষ্টায় আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত চেষ্টা চালিয়ে ম্যানহাটন জাতিসংঘ ভবনের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করার পর; নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, অস্ত্রধারী তাদের হেফাজতে; সাধারণ মানুষের আতঙ্কের কিছু নেই।

এর আগে, ওই অস্ত্রধারীকে ধরতে সতর্কতার অংশ হিসেবে সদর দফতরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বেশ কয়েকটি ভিডিওতে ওই অস্ত্রধারীকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ঘটনাস্থলেই জাতিসংঘকে বিশ্বের ওপর নেতিবাচক প্রভাবের জন্য দায়ী করে বিবৃতি দিচ্ছিলেন। তিনি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে গেছেন। নোটবুকগুলো নিউইয়র্ক পুলিশ সংগ্রহ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, সদর দফতরের প্রবেশ পথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।

সারাবাংলা/একেএম

জাতিসংঘ সদর দফতর টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর