রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে গুলি
৩ ডিসেম্বর ২০২১ ১০:১৫
ঢাকা: রাজধানীর শেওড়াপাড়ায় পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষের গুলিতে সজীব হোসেন লিংকন (২৭) নামে এক যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ডিসেম্বর) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
আহত সজীবের খালাতো ভাই সাব্বির আহমেদ সুমন জানান, পূর্ব শেওড়াপাড়া হাজী আশরাফ আলী স্কুল সংলগ্ন ৮৮৭/২ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকে সজীব। সে যুবলীগের স্থানীয় ওয়ার্ড পর্যায়ের কর্মী। তার বাবার নাম মো. জিয়াউল হক। রাতে বাসার সামনে মোটরসাইকেল রেখে গ্যারেজের গেট খুলছিল সজীব। এ সময় মোহাম্মদ আলী নামে এক যুবক তাকে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পরিবারের লোকজন আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও জানান, ওই বাসাটির ৪র্থ তলায় নিজেদের ফ্ল্যাটে থাকে সজীব। একই ভবনের ২য় তলাতে থাকে অভিযুক্ত মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ভবনের ফ্ল্যাট নিয়ে একটি ঝামেলা চলছিল। এনিয়ে মামলাও হয়েছিল। এরই জের ধরেই রাতে মোহাম্মদ আলী একজন সঙ্গীসহ এসে সজীবকে লক্ষ করে ৬টি গুলি ছুড়ে। এর ২টি গুলি তার ডান পায়ে ও একটি গুলি তার পিঠে লাগে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ আহত যুবক হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি আছে। তার পিঠে আর পায়ে গুলি লেগেছে। ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য কাফরুল থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা /এসএসআর/এসএসএ