Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির শতবর্ষে বিতর্কের মঞ্চে লড়বেন ছাত্র-শিক্ষক

ঢাবি করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ১৫:৪৩

ঢাকা: শতবর্ষ উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক বিতর্কের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। সংসদীয় পদ্ধতির এই বিতর্কের বিষয়—‘এই সংসদ মনে করে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলই ঐতিহ্য নির্ভর।’

শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ বিতর্ক অনুষ্ঠিত হবে। এই বিতর্কে স্পিকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এস এম রাকিব সিরাজী, শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক ডাকসু সদস্য নিপু ইসলাম তন্বী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি রোমান ইসলাম বিতর্কে লড়বেন সরকারি দল হিসেবে।

অপরদিকে বিরোধী দল হিসেবে লড়বেন তিন শিক্ষক— বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম রেজা, যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক তাওহীদা জাহান এবং আরবি বিভাগের প্রভাষক মাহাদী হাসান।

এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মো. আরমান এবং সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা।

সারাবাংলা/আইইআর/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ঢাবির শতবর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর