Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে একনায়কতন্ত্র চলছে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ১৬:৪৭

গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে এখন আর সুশাসন নেই। সাংবিধানিকভাবে দেশে একনায়কতন্ত্র চলছে। সংবিধান অনুযায়ীই গণতন্ত্র চর্চা সম্ভব নয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনকালে গণতন্ত্র মুক্তি পাক বলে দেশের মানুষ স্লোগান দিতে পেরেছে। দেশের মানুষ এখন কি স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান দিতে পারে? এ থেকেই বোঝা যায় দেশের মানুষ কতটা গণতন্ত্র উপভোগ করতে পারছেন।’

গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘এখন আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতাই জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। আবার বিএনপির অবস্থা হতাশাব্যঞ্জক। তাই দেশপ্রেমিক ও আদর্শবান মানুষের সামনে জাতীয় পার্টি হচ্ছে একমাত্র রাজনীতির বিকল্প শক্তি।’

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘দেশের পরিবহন সেক্টর কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না। কিছু সমিতি ও ইউনিয়ন পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছে। সরকারের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্তা সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে পরিবহন সেক্টরের সঙ্গে আঁতাতের মাধ্যমে। তাই গণপরিবহনে নৈরাজ্য কমছে না।’

গাজীপুর মহানগর দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, আব্দুস সাত্তার মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মিসেস শেরীফা কাদের।

গাজীপুর মহানগরের আহ্বায়ক এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মোশারাফ হোসেনের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফারহীন হাসান, ফারুকসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

একনায়কতন্ত্র গণতন্ত্র চর্চা গোলাম মোহাম্মদ কাদের টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর