Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: সুফি সঙ্গীত নিয়ে আসছে তুরস্কের শিল্পীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ১৮:১০

চট্টগ্রাম ব্যুরো: ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী’ উপলক্ষে চট্টগ্রামে সুফি সঙ্গীতানুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের তুরস্কের দূতাবাস, চট্টগ্রামে তুরস্কের অনারারি কনসাল জেনারেল এবং সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্টের যৌথ উদ্যোগে ৫ ডিসেম্বর রোববার এ অনুষ্ঠান হবে।

এতে সুফী সঙ্গীত গাইবেন তুরস্কের সাংস্কৃতিক দল।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে খুলশি কনভেনশন হলে আগামী রোববার বিকেলে ‘রোডম্যাপ টু সাসটেইনেবল পিস: মাওলানা জালালুদ্দিন রুমিস পাথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিপাবলিক অব টার্কির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূরত এইচ ই মোস্তফা ওসমান তুরান।

স্বাগত বক্তব্য দেবেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল অব চিটাগাং সালাউদ্দিন কাসেম খান। সভাপতিত্ব করবেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরে আলম।

বিজ্ঞাপন

একইদিন সন্ধ্যা ৬টায় তুরস্কের সাংস্কৃতিক দলের সুফি সংগীত ‘ঘূর্ণায়মান দরবেশ’ পরিবেশিত হবে। মাইজভাণ্ডারি মরমী গোষ্ঠীও সুফি সঙ্গীত পরিবেশন করবে।

সংবাদ সম্মেলনে ট্রাস্টের যাকাত তহবিল পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল আলম চৌধুরী, তুরস্কের অনারারি কনসাল জেনারেল অব চিটাগাংয়ের প্রতিনিধি আবুল বাসার এবং ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

সারাবাংলা/আরডি/এমও

তুরস্ক তুরস্কের শিল্পী সুফি সঙ্গীত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর