Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশেক রহমানের ‘উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ২২:০৯

ঢাকা: আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের লেখা ‘উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

‘উপাখ্যান’ বই সম্পর্কে বলতে গিয়ে প্রথমেই বইটির মোড়ক উন্মোচনের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। লেখক বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে একজন সৎ, আদর্শবান, স্বাধীনতার স্বপক্ষের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত। স্বাধীনতার স্বপক্ষের আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী একজন ব্যক্তির বই যখন তিনি নিজ হাত দিয়ে স্পর্শ করেন এবং মোড়ক উন্মোচন করেন, তখন সেটা আমার জন্য অনেক বড় স্বীকৃতি এবং শক্তির জায়গা।’

রাশেক রহমান বলেন, ‘আমরা রাজনৈতিক কর্মী হিসেবে যে আদর্শে বিশ্বাস করি, সে আদর্শটাকে আমরা কিভাবে দেখছি এবং আমাদের রাজনৈতিক জীবনে চর্চার বিবর্তনটা কিভাবে হচ্ছে এবং আমাদের রাজনৈতিকভাবে সামাজিকভাবে কি করণীয় তা ই মূলত উপাখ্যান বইটিতে তুলে ধরা হয়েছে। সেটি যখন রাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক গ্রহণ করছেন তখন সেটি সঠিক পথে আছে বলেই বুঝতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই বইটির প্রথম অধ্যায় যেখানে ন্যাশনাল ফিটনেস নামে একটি কার্যক্রমের প্রস্তাবনা আছে। আজ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির চরম শিখরে রয়েছে। মাথাপিছু আয় বেড়েছে, উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এই জায়গাগুলোতে তথ্যপ্রযুক্তি এবং আমাদের স্বাস্থ্য ও মানসিকতার যে সমন্বয়, সেটই সম্পর্কে তুলে ধরা হয়েছে এই প্রথম অধ্যায়টিতে। অন্যান্য অধ্যায়গুলোতে ইতিহাস নিয়ে যৌক্তিক আলোচনা রয়েছে।’

‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মেঠো প্রান্তরে যেমন রাজনীতি করছি তেমন মিডিয়ার কাছে, বিভিন্ন সভা-সেমিনারে রাজনীতির কথা বলছি। এই কথাগুলোকেই সুগঠিত শব্দের মাধ্যমে বই আকারে প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে অন্যরাও জানতে পারেন যে নতুন প্রজন্মের রাজনীতিবিদেরা কি করতে চান দেশের জন্য। মূলত এটিই এই বই লেখার মূল উদ্দেশ্য’, বলেন গ্রন্থের লেখক।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘লেখালেখিতে তরুণ প্রজন্ম বিশেষ করে তরুণ রাজনীতিকদের আরও বেশি এগিয়ে আসতে হবে। দেশ এবং জাতির উন্নয়নে তাদের চিন্তা-ভাবনা এবং কর্মপরিকল্পনা সেগুলো আরও বৃহৎ পরিসরে জনগণের সামনে তুলে ধরতে হবে।’

সারাবাংলা/এসএসএ/এমও

রাশেক রহমান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর