Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনস্টেবল ছিনিয়ে নিলেন টাকা, ফেরৎ দিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা


৮ এপ্রিল ২০১৮ ২১:৫৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: টাইগারপাস পুলিশ বক্সের সামনে তিন পুলিশ কনস্টেবল মোহাম্মদ জুয়েল (২৫) নামে এক গ্যারেজ মেকানিককে মারধর করে কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে- এমন অভিযোগ উঠেছে।

রোববার (৮ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জুয়েল মেহেদীবাগ এলাকায় একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করেন। তার বাসা ব্যাটারি গলি এলাকায়।

তিনি সারাবাংলাকে জানান, নিউমার্কেট এলাকায় রাতভর একটি গাড়ি মেরামত শেষে চালককে পৌঁছে দিতে পলোগ্রাউন্ডের দিকে যান তিনি। চালককে গাড়িটি বুঝিয়ে দিয়ে হেঁটে জুয়েল টাইগারপাসে যান, সেখান থেকে বাসায় যাবেন বলে।

জুয়েল বলেন, পুলিশ বক্সের সামনে ৫-৬ জন হঠাৎ আমাকে ঘিরে ধরে। এদের মধ্যে তিনজন পুলিশের পোশাকে ছিলেন। তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করার এক পর্যায়ে মারতে শুরু করে। আমার পকেটে হাত দিয়ে মানিব্যাগ নিতে চাইলে আমি বাধা দেই। এতে তারা আরও বেশি মারতে শুরু করে। তারা আমাকে ফের পলোগ্রাউন্ড এলাকায় নিয়ে আসে, তারপর মানিব্যাগ কেড়ে নিয়ে ছেড়ে দেয়।

এদিন দুপুরে নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন এবং অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফের কাছে মৌখিক অভিযোগ করেন জুয়েল ও তার ভাই শাকিল।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে টাইগারপাস পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক জাহিদ হোসাইনকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। জাহিদ তদন্তে তিনজন কনস্টেবলের সম্পৃক্ততা পান। সন্ধ্যা ৭টার দিকে জুয়েলকে টাইগারপাস পুলিশ বক্সে ডেকে নিয়ে অভিযুক্ত তিন কনস্টেবলের মুখোমুখি করা হয়।

জুয়েল সারাবাংলাকে বলেন, আমি তিনজনকে দেখেই চিনতে পারি। তারা আমার কাছে ক্ষমা চান। আমার মানিব্যাগ এবং সাড়ে ১৩ হাজার টাকা ফেরৎ দেন তারা এবং লিখিত অভিযোগ না করতে অনুরোধ করেন। যেহেতু তারা (পুলিশ) অনুতপ্ত হয়েছেন এবং আমার টাকাও ফেরৎ দিয়েছেন তাই আমি লিখিত অভিযোগ করিনি।

বিজ্ঞাপন

টাইগারপাস পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাহিদ হোসাইন সারাবাংলাকে বলেন, আসলে কনস্টেবলরা এই কাজ করেছিল। আমি বিষয়টি সুন্দরভাবে সমাধান করেছি। এরপরও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করব।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর