সোনালী ব্যাংকের গোমস্তাপুর শাখায় ঋণ আদায় ক্যাম্প
৪ ডিসেম্বর ২০২১ ১৮:২১
ঢাকা: চাঁপাইনবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেড গোমস্তাপুর শাখায় শ্রেণীকৃত ঋণ আদায় এবং নতুন ঋণ বিতরণ বৃদ্ধির লক্ষ্যে ‘আদায় ও বিতরণ ক্যাম্প’ এর আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় আয়োজন সম্পন্ন হয়।
সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখার উদ্যোগে শনিবার সকালে শাখা কার্যালয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে শ্রেণীকৃত ঋণ আদায় এবং ঋণ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঋণ গ্রহীতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শাখা কার্যালয় কানায় কানায় পূর্ণ হয়। এ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক জনাব মোহা: শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ রিজিওনাল অফিসের প্রধান এবং সম্মানিত এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মো: কামরুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস রাজশাহী এর প্রিন্সিপাল অফিসার জনাব মোহাঃ মজিব মাদানী তানিম চৌধুরী, সিনিয়র অফিসার জনাব মোঃ ফাহাদ ইকবাল এবং শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মো: কামরুজ্জামান ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সোনালী ব্যাংক লিমিটেড গ্রাহকের ভালোবাসায় আজ সবার শীর্ষে অবস্থান করছে। আপনাদের প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেবেন এবং পরিশোধ করবেন এ আশাবাদ ব্যক্ত করছি।
বক্তব্য শেষে প্রধান অতিথি নিজ হাতে ঋণ গ্রহীতাদের কাছ থেকে আদায়কৃত অর্থ গ্রহণ করে ঋণ হিসাবে জমা করেন। গ্রাহকরাও দ্রুত ঋণ পরিশোধ করবেন বলে প্রধান অতিথিকে আশ্বাস দেন।
উল্লেখ্য, সোনালী ব্যাংক লিমিটেড, গোমস্তাপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ শ্রেণীকৃত ঋণ আদায় এবং নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ঋণ আদায় এবং নতুন ঋণ বিতরণ উভয় ক্ষেত্রেই শীর্ষে অবস্থান করছে।
সারাবাংলা/আইই