ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ১৩
৫ ডিসেম্বর ২০২১ ১০:৩৬
ইন্দোনেশিয়ার সেমেরু পর্বতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ৯৮ ব্যক্তি আহত হয়েছেন। একইসঙ্গে অগ্ন্যুৎপাতের ফলে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি।
রোববার (৫ ডিসেম্বর) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) এ তথ্য জানিয়েছে।
সেমেরু, জাভা দ্বীপের সবচেয়ে উঁচু পর্বত। এর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে গতকাল শনিবার (৪ ডিসেম্বর) পূর্ব জাভা প্রদেশের নিকটবর্তী গ্রামগুলোর আকাশ ছাই ও গরম মেঘে ঢেকে যায়। এতে করে আতঙ্কে স্থানীয় লোকজন পালিয়ে যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে দেশটির মালাং শহরের সঙ্গে লুমাজাং জেলার মধ্যকার সংযোগকারী কৌশলগত সেতুটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইসঙ্গে ওই এলাকার ভবনগুলো ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন: জাভা দ্বীপে আগ্নেয়গিরির লাভা উদগিরণে আতঙ্ক
বিএনপিবি কর্মকর্তা আব্দুল মুহারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগ্নেয়গিরি বিস্ফোরণের পর ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় দুই গর্ভবতী মহিলাসহ ৯৮ জন আহত হয়েছেন। এছাড়া ৯০২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিএনপিবি আরও জানিয়েছে, এ ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লুমাজংয়ের উপপ্রধান বলেন, এই অগ্ন্যুৎপাতের ফলে ৪১ জন দগ্ধ হয়েছেন।
ইন্দোনেশিয়ার সেমেরু পর্বতের উচ্চতা ৩ হাজার ৬০০ মিটারের (১২ হাজার ফুট) বেশি, দেশটিতে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। এর আগে গত জানুয়ারিতে এই পর্বতটিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সারাবাংলা/এনএস