Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে আন্দোলনকারীদের হুমকি, প্রক্টরের কাছে অভিযোগ


৯ এপ্রিল ২০১৮ ০৪:৫৯ | আপডেট: ৯ এপ্রিল ২০১৮ ০৫:৪২

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাবি: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলা আন্দোলন থেকে সরে না গেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাইব্রেরি ব্যবহার করতে দেওয়া হবে না, আবাসিক হল থেকেও বের করে দেওয়া হবে বলে হুমকির অভিযোগ উঠেছে। বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পাশে আন্দোলনকারী শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জাবি শাখার আহ্বায়ক শিহাব উদ্দিন (ভূগোল ও পরিবেশ ৪১তম আবর্তন), সদস্য রতন বিশ্বাস (নাটক ও নাট্যতত্ত্ব ৪২তম আবর্তন) এবং নাজমুল হাসান অভি (ইতিহাস ৪২তম আবর্তন) এসে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে গালিগালাজ, হুমকি ও ভীতি প্রদর্শন করেন। এমনকি ভবিষ্যতে আন্দোলন থেকে বিরত না থাকলে হল থেকে বের করে দেওয়া হবে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, হুমকিদাতা শিহাব উদ্দিন ও রতন বিশ্বাস শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। শিহাব আসন্ন মীর মশাররফ হোসেন হল কমিটির সভাপতি পদপ্রার্থী। আর রতন বিশ্বাস আ ফ ম কামাল উদ্দিন হলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, হুমকিদাতারা মোটরসাইকেল মহড়া দিয়ে লাইব্রেরির সমনে আসে। তারপর সবার উদ্দেশে বলে- সোমবার থেকে ৪২ ব্যাচের সিনিয়র কাউকে লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হবে না। আর যারা আজকের আন্দোলনে গিয়েছিল তাদের সবাইকে হল থেকে বের করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে শিহাব বলেন, ‘আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু আমরা কাউকে হুমকি দেইনি।’ রতন ও অভির সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

জাবি ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে তারা সবাই মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শীর্ষ নেতা। তারা ওই সংঠনের নেতা হিসেবে হুমকি দিতে পারেন। এ বিষয়ে ছাত্রলীগ কোনো দায়ভার নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক আন্দোলন করতেই পারে। হুমকির বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিকেল পৌনে ৪টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা কর্মসূচি শেষ করেন।

সারাবাংলা/এমএইচ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর