সিলেট-তামাবিল সড়ক থেকেও দেখা যাবে ১৯ ফুট দীর্ঘ ‘বজ্রকণ্ঠ’
৫ ডিসেম্বর ২০২১ ১৫:২৮
সিলেট: সিলেট সেনানিবাসের চেকপোস্ট থেকে প্রায় দুইশ মিটার পূর্বে অবস্থিত গোল চত্বর মুজিব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’ উদ্বোধন করা হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণয়ন্তী স্মরণীয় করে রাখতে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) সকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ এই ভাস্কর্যের উদ্বোধন করেন। ৬ ফুট উচ্চতার বেজমেন্টের ওপর স্থাপন করা মূল ভাস্কর্যটি লম্বায় ১৯ ফুট দীর্ঘ। সেনাবাহিনীর সিলেট এরিয়া সদর দফতরের তত্ত্বাবধানে এটি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দৃষ্টিনন্দন ভাস্কর্যটি সিলেট-তামাবিল সড়ক থেকেও দেখা যায়। এর মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবে।
ভাস্কর্য ‘বজ্রকণ্ঠে’র উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশে-বিদেশে তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রীর অক্লান্ত ও সহযোগিতা রয়েছে। প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে গর্বের জায়গায় দেখতে চান।
সেনাপ্রধান আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে এই ভাস্কর্য উদ্বোধন সৌভাগ্যের ব্যাপার। জাতির জনকের এই ভাস্কর্য শুধু প্রদর্শনের জন্যই নয়, স্বাধীনতার সঠিক ইতিহাসের প্রতি নতুন প্রজন্মের আগ্রহও উসকে দেবে এটি। সেনাসদস্যদের পাশাপাশি বাইরের লোকজনও এই ভাস্কর্য দেখতে ও এর প্রতি সম্মান জানাতে পারবে— এমনটিই জানান সেনাপ্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থা ও সেনাসদর থেকে আগত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ড্যান্ট এসআইএন্ডটিসহ এরিয়া অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরাও উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর