বিএফইউজে’র ৮ দফা কর্মসূচি উদ্বোধন
৫ ডিসেম্বর ২০২১ ১৬:৩৮
ঢাকা: বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ৮ দফা কর্মসূচির প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আজ বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অফিস, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে প্রচারপত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন।
বিএফইউজে’র এ ৮ দফা হচ্ছে-
১। গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলি) আইন দ্রুত পাস করতে হবে।
২। নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে।
৩। সকল প্রতিষ্ঠানে সাংবাদিকদের নিয়োগপত্র দিতে হবে। বেতন-ভাতা নিয়মিত দিতে হবে। বকেয়া পরিশোধ করতে হবে।
৪। জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করতে হবে।
৫। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে।
৬। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে।
৭। ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা/পেনশন চালু করতে হবে।
৮। সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে।
বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য উম্মুল ওয়ারা সুইটি, নুরে জান্নাত আখতার সীমা ও শেখ নাজমুল হক।
সারাবাংলা/একে
৮ দফা কর্মসূচি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) বিএফইউজে