Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জলবায়ু সমস্যা থেকে উত্তরণে সচেতনতার বিকল্প নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২১ ১৭:১৩

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, লবণাক্ততাসহ জলবায়ু পরিবর্তনের নানাবিধ সমস্যা থেকে উত্তরণের জন্য এর ক্ষতিকর প্রভাব বিষয়ে মানুষের সচেতন হওয়ার বিকল্প নেই। দেশের লবণাক্ত এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখতে বিজ্ঞানভিত্তিক টেকসই কৃষি অনুশীলন এবং প্রযুক্তিগত ইনোভেশন আনতে হবে। এ লক্ষ্যে মাটির অবক্ষয় রোধে বিনিয়োগ ও গবেষণা বাড়ানো প্রয়োজন।

রোববার (৫ ডিসেম্বর) ‘বিশ্ব মৃত্তিকা দিবস ২০২১’ উপলক্ষে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিবেশমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য সীমিত জমি থেকে অধিক ফসল উৎপাদনের জন্যও মাটির স্বাস্থ্য ভালো রাখতে হবে। ক্রমাগত রাসায়নিক সার ও কীটনাশক ঔষধ ব্যবহারের কারণে দেশের নদী-নালা ও জলাশয়ে মাছসহ নানা জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। মানুষসহ উদ্ভিদের ওপরও এর মারাত্মক প্রভাব পড়ছে।’

এ জন্য মাটির লবণাক্ততা মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান শাহাব উদ্দিন।

মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামসহ কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর/সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

উত্তরণ জলবায়ু সমস্যা বিকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর