চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে এখন ‘আপন পরাণ বাঁচা’
৫ ডিসেম্বর ২০২১ ২১:৩৪
চট্টগ্রাম ব্যুরো: অস্ত্রশস্ত্র রেখে চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়েছে এক যুবক। র্যাব জানিয়েছে, গ্রেফতার যুবক বিভিন্ন সময় তাদের তথ্য দিয়ে সহযোগিতা করত। একইসঙ্গে ওই ‘সোর্সের’ এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুরে এ ঘটনা ঘটেছে।
গ্রেফতার দু’জন হলো, কামরুল হাসান ফরহাদ (২৪) এবং মো. আরাফাত (২১)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর গ্রামে।
র্যাবের চট্টগ্রাম জোনের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তাহিয়াদ আহমেদ চৌধুরী সারাবাংলাকে জানান, কামরুল হাসান ফরহাদের তথ্যের ভিত্তিতে পূর্ব সৈয়দপুর গ্রামে মাদক উদ্ধার অভিযানে যায় র্যাবের টিম। তার দেখানোমতে জনৈক আবুল কালামের বসতঘরের পেছনে লাকড়ির স্তূপ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, এক রাউন্ড গুলিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে তথ্য অনুযায়ী মাদক না পাওয়া, বসতঘরের বাইরে অস্ত্র রাখা এবং সেই ঘরের সদস্যদের কথাবার্তায় র্যাব কর্মকর্তাদের মধ্যে সন্দেহ হয়।
‘আমরা কামরুলকে জিজ্ঞেস করি, তার বাড়ি কোথায়। তখন সে জানায়— তার বাড়ি আবুল কালামের বাড়ির সঙ্গে লাগোয়া বাড়িটিই। আবুল কালাম তার আপন চাচা। কামরুল আমাদের কাছে দাবি করে, অস্ত্রগুলো তার চাচাতো ভাই আরিফের। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। আরিফকে জিজ্ঞাসাবাদে জানতে পারি, বাড়ির সীমানা নিয়ে তাদের মধ্যে কয়েকদফা ঝগড়া-মারামারি হয়েছে। এ নিয়ে মামলাও আছে। এর জের ধরেই তাকে ফাঁসাতে চায় কামরুল। পরে আমরা কামরুলকে আবারও জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে জানায়, একবছর আগে সে আরিফকে সমুচিৎ শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। পরে র্যাব সদস্যদের বিভ্রান্ত করে সে আরিফকে গ্রেফতার করাতে চেয়েছিল।’
র্যাব কর্মকর্তা তাহিয়াদ জানান, উদ্ধার করা অস্ত্রগুলো আরাফাতের বলে জানায় কামরুল। সেই তথ্যের ভিত্তিতে আরাফাতকেও গ্রেফতার করা হয়।
সারাবাংলা/আরডি/এসএসএ