স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
৫ ডিসেম্বর ২০২১ ২২:৫৪
ঢাকা: আদালতের নির্দেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (বিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, রিট দায়েরকারী দুইজনের পক্ষে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাদের চাকরি না দেওয়ায় আদালত স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ না দেওয়ায় গত সপ্তাহে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করেন স্বাস্থ্য বিভাগের এমএলএসএস পদের নিয়োগপ্রত্যাশী শারমিন সুলতানা আঁখি ও স্বাস্থ্য সহকারী পদের আয়েশা সিদ্দিকা।
আজ ওই রিটের শুনানি নিয়ে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম