Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্টগার্ডকে দূষণ নিয়ন্ত্রণকারী ৪ নৌযান দিলো জাইকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২১ ১৯:৩৮

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কোস্টগার্ডকে জ্বালানি তেলের দূষণ নিয়ন্ত্রণে সক্ষম চারটি নৌযান দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এর আগে জাইকা কোস্টগার্ডকে আরও ২০টি নৌযান দিয়েছিল।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের পূর্ব জোনের সদর দফতরে এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত এমআর নাওকি আইটিও এসব নৌযান হস্তান্তর করেন। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী এসব নৌযান গ্রহণ করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কোস্টগার্ডের পূর্ব জোনের ঘাটে নৌযানগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছিল। অনুষ্ঠানে জানানো হয়, সবশেষ হস্তান্তর করা নৌযানগুলো ২০ মিটার দৈর্ঘ্যের। সেগুলো ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে।

এর আগে দেওয়া ২০টি নৌযান ছিল ১০ মিটার দৈর্ঘ্যের। সেগুলো ঘণ্টায় ৩০ থেকে ৩৫ নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে। এসব নৌযানে পানিতে জাহাজ থেকে নিঃসৃত জ্বালানি তেলের দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন সরঞ্জাম যুক্ত আছে।

সারাবাংলা/আরডি/টিআর

কোস্টগার্ড জাইকা নৌযান হস্তান্তর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর