Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ কোটি ৬০ লাখ টাকার সাপের বিষসহ গ্রেফতার এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২১ ২৩:১১

দিনাজপুর: বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার শিবপুর বাজার এলাকায় থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।

রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের হামলা কুড়িগ্রামের ইমার উদ্দিনের ছেলে। ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান বলেন, ‘উপজেলার শিবপুর বাজার এলাকা দিয়ে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। তখন রফিকুল ইসলামের দেহ তল্লাশি করে সাপের বিষ ভর্তি একটি বোতলসহ আটক করা হয়।’

জানতে চাইলে ২৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল্লাহ আবেদ বলেন, ‘সকালে সাপের বিষ ভর্তি একটি বোতলসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা বিষের মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।’

সারাবাংলা/এমও

গ্রেফতার বিরামপুর সীমান্ত সাপের বিষ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর