Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈরী উপকূল, পায়রায় আজও ৩ নম্বর সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১০:৫২

পটুয়াখালী: লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া। মঙ্গলবার (৭ নভেম্বর) বৃষ্টির পরিমান কিছুটা কমলেও আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ক্রমান্বয়ে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। বৈরী আবহাওয়ায় শহরে মানুষের আনাগোনা কিছুটা কমেছে।

গত তিন দিনের টানা বৃষ্টিতে ভাঙা সড়কগুলোতে পানি জমে একাকার হয়ে গেছে। উপকূলীয় এলাকা দিয়ে এখনও যেকোনো সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা বন্দরসহ সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

সব মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া। বৃষ্টির পরিমান কিছুটা কমলেও আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। ক্রমান্বয়ে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। বৈরি আবহাওয়ায় শহরে মানুষের আনাগোনা কিছুটা কমেছে।

এদিকে, গত তিন দিনের টানা বৃষ্টিতে ভাঙা সড়কগুলোতে পানি জমে একাকার হয়ে গেছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা বন্দরসহ সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এমও

পায়রা বন্দর বৈরি উপকূল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর