Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানির ট্যাংকের মই থেকে চার তলার ছাদে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর সবুজবাগ পুর্ব বাসাবো এলাকার একটি বাসার পানির ট্যাংকের মই থেকে চার তলার ছাদে পড়ে হাবিবুর রহমান (৫৭) নামের এক ব্যবসায়ী মারা গেছে।

সোমবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যায়।

মৃত হাবিবুর রহমানের ছেলে সাঈফ আল মোহায়মিন জানান, পুর্ব বাসাবো কদমতলা চারতলা বাড়ি। তারা দ্বিতীয় তলায় থাকেন। তার বাবার আলুর আড়ৎ আছে।

সাইফ আরও জানায়, গত রাতে বাসার এক ভাড়াটিয়ার পানির সমস্যা হচ্ছিল। তার বাবা চার তলার ছাদের উপরে মই দিয়ে পানির ট্যাংক চেক করতে যায়। এক পর্যায়ে সেখান থেকে চারতলার ছাদে পরে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গত রাতে নিজ বাসার চারতলার ছাদে পানির ট্যাংকের মই থেকে ছাদে পড়ে আহত হয়। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছাদ পানির ট্যাংক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর