ঢাকা: শহিদ বুদ্দিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ। বিএনপির উদ্যোগে সকাল ৯টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ। ১৫ ডিসেম্বর দুপুর ২ টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভা।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ। এ লক্ষ্যে সকাল সাড়ে ৭ টায় দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন তারা।
দিবসটি উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১ টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া ১৯ ডিসেম্বর বেলা ২টায় মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে।
এর বাইরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন বিজয় দিবস উপলক্ষে আলাদা কর্মসূচি গ্রহণ করবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে দেশব্যাপী বিএনপির কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হবে। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নিজেদের সুবিধাজনক সময়ে দেশব্যাপী স্থানীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, শিরিন আক্তার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহিলার দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।