Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন পেছাল


১৪ ডিসেম্বর ২০১৭ ১০:৪২

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে আগামী ২৪ জানুয়ারী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদ দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আদালতে কোনো প্রতিবেদন না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চমতলায় ২০১৫ সালের ৭ আগস্ট দুপুরে নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে নিলয়ের স্ত্রী আশামণিকে জিম্মি করে নিলয়কে হত্যা করে। ওই ঘটনায় নিহতের স্ত্রী আশামনি অজ্ঞাতপরিচয়ে চারজনকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এআই/এমএইচটি

ব্লগার নিলয় হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর