Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদকে জেলে ঢোকানোর দাবি গয়েশ্বরের

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ১৭:১২

গয়েশ্বর চন্দ্র রায়, ছবি: সারাবাংলা

ঢাকা: সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে ঢোকানোর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান বিএনপির এই শীর্ষ নেতা।

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ডা. মুরাদ হাসান নারী সমাজকে উদ্দেশ্যে করে যে ধরনের কর্মকাণ্ড ফেসবুক এবং ইন্টারনেটে ছড়িয়েছেন। সেজন্য তার বিরুদ্ধে একটা আইসিটি মামলা দিয়ে তাকে জেলে দিতে হবে। একজন নারীকে অপমান করা মানে পুরো নারী সমাজকে অপমান করা। তাই শুধু পদত্যাগ নয়, তাকে আইনের আওতায়ও আনতে হবে। এ সময় আওয়ামী লীগের নানা কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তিনি।

আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, খালেদা জিয়ার ওপর যে অত্যাচার করা হচ্ছে তার পেছনে মূল কারণ হলো জাতীয় স্বার্থকে অস্বীকার করা। সব গণতান্ত্রিক শক্তিকে পিষে মারা হচ্ছে। আধিপত্যবাদীরা চান না গণতান্ত্রিক শক্তির বিকাশ হোক। মানুষ বিশ্বাস করে খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করেন তিনি। এর কারণেই তার প্রতি অবিচার করছে সরকার। বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা, প্রশাসন সব নিয়ন্ত্রণ করছে তারা। বিভিন্ন মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।

এ সময় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (একাংশ) মহাসচিব শাহাদত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ আরও অনেকে আলোচনায় অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এনএস

গয়েশ্বর চন্দ্র রায় ডা. মুরাদ ডা. মুরাদ হাসান বিএনপি মুরাদ হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর