Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় কোটি টাকার সোনা উদ্ধার বিজিবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২১ ২১:৫৪

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মেমনগর থেকে দুই কেজি ৬৮৩ গ্রাম ওজনের ২৩টি অবৈধ সোনার বার উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মেমনগর ব্রিজের কাছে একটি সাদা রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে সুলতানপুর বিওপির বিশেষ টহল দলের কমান্ডার নায়েক রবিউল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ভারত সীমান্তবর্তী মেইন ৭৭ নম্বর খুঁটি থেকে বাংলাদেশের অভ্যন্তরে মেমনগর ব্রিজের কাছে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্যাকেটে মোড়ানো মালিকবিহীন অবস্থায় অবৈধ সোনার বার উদ্ধার করে।

বিজিবি মনে করছে, উদ্ধার করা সোনা ভারতে পাচারের উদ্দেশ্যেই সেখানে আনা হয়েছিলো। হস্তান্তরের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সেগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়ে বিজিবি নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর