ঢাকা: রাজধানীর পলাশীর মোড়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাবু (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাড়ি বগুড়া জেলায়। পলাশী মোড়ে নির্মাণাধীন ভবনটিতেই থাকত সে।
বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মারুফ হোসেন জানান, দেড় মাস ধরে বাবু নির্মাণাধীন ১১ তলা ভবনে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিল। আজকে সকালে ভবনের নিচ থেকে বাকেটে করে উপরে মালামাল তোলা হচ্ছিল। বাকেটটি পাঁচতলায় রডের সঙ্গে আটকে গেলে বাবু সেটি ছাড়াতে যায়। সেখান থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।