Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকস্থলীতে ২০৩৫ ইয়াবা নিয়ে বিমানের যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ১৬:৪৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৬:৪৭

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী সঞ্জয় মজুমদারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তার পেটে দুই হাজার ৩৫টি ইয়াবা ছিল।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, কক্সবাজার থেকে ঢাকায় আসা নভোএয়ারের ভিকিউ ৯৩৪ ফ্লাইটের যাত্রী ছিলেন সঞ্জয় কুমার (৩২)। প্রথম থেকেই তাকে সন্দেহজনক বলে মনে হয়। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরবর্তী সময়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের তিনি পাকস্থলীতে ইয়াবা থাকার কথা জানান। তার স্বীকারোক্তির পর এক্সরে করলে পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। পরে তার পেট থেকে দুই হাজার ৩৫ পিস ইয়াবা বের করা হয়।

অভিযুক্ত সঞ্জয় কুমার জানিয়েছেন, তিনি কক্সবাজারের শফিকের কাছ থেকে এই ইয়াবা সংগ্রহ করেন এবং ঢাকায় আরমান নামে ব্যক্তিকে এই ইয়াবার চালান তার পোঁছে দেওয়ার কথা ছিল।

আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান জিয়াউল হক।

সারাবাংলা/এসজে/পিটিএম

ইয়াবা যাত্রী আটক

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর