Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন জার্মান চ্যান্সেলর শোলজ

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২১ ১৮:৫৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ২০:৩১

জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে ওলাফ শোলজের শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, এর মধ্য দিয়ে দেশটিতে অ্যাঙ্গেলা মের্কেলের ১৬ বছরের শাসনামল শেষ হলো।

এর আগে, পার্লামেন্ট সদস্যদের ভোটে নির্বাচিত হন মধ্য বামপন্থি শোলজ। তারও আগে সরকার গঠনের লক্ষ্যে জোট বেধেছে পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিনস পার্টি এবং ব্যবসাবান্ধব ফ্রি ডেমোক্রেটস দল। যাকে বলা হচ্ছে ট্রাফিক লাইট জোট। তাদের ৩৯৫ ভোটে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হলেও, ৩০৩ ভোট পড়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এদিকে, চ্যান্সেলরের দায়িত্ব শোলজের কাছে হস্তান্তর করে অ্যাঙ্গেলা মের্কেল তার ৩১ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

৬৩ বছর বয়সী ওলাফ শোলজ সেপ্টেম্বরের নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটসদের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অ্যাঙ্গেলা মের্কেলের প্রশাসনে তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন।

এবার তাকে নবম ফেডারেল চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়ালটার স্টেইনমেইয়ার।

সারাবাংলা/একেএম

অ্যাঙ্গেলা মের্কেল ওলাফ শোলজ জার্মানি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর