Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ সড়কের দাবিতে সাইকেল র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ১৯:২৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২১ ১৯:২৮

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা থেকে নটরডেম কলেজ পর্যন্ত সাইকেল র‍্যালি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। র‍্যালি থেকে সড়কে দুর্ঘটনায় মৃতদের বিচারও দাবি করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেল চারটায় রামপুরা ব্রিজ থেকে এই সাইকেল র‍্যালি শুরু হয়। অনুমতি না থাকায় র‍্যালির শুরুতে পুলিশ বাধা দিলেও পরে তাদেরকে নটরডেম কলেজে যেতে দেওয়া হয়। এ সময় রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ১১ দফা দাবিতে তারা আন্দোলন করছেন। রামপুরা থেকে নটরডেম কলেজে তাদের মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি রয়েছে। সড়কে মৃত প্রতিটি মানুষের জন্য তাদের এই আন্দোলন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/একেএম

নিরাপদ সড়ক আন্দোলন সাইকেল র‌্যালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর