Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীর গতিপথ আঁকাবাঁকা না রেখে সোজা করার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ২০:২১

ঢাকা: নদীর গতিপথ আঁকাবাঁকা না রেখে সোজা করার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং নুরুন্নবী চৌধুরী অংশ নেন।

বৈঠকে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কমিটি পানি সম্পদ মন্ত্রণালয়ের গৃহীত প্রকল্পগুলোর সচিত্র প্রতিবেদন বই আকারে প্রকাশের সুপারিশ করে।

কুমিল্লা জেলার পুরাতন ডাকাতিয়া-নতুন ডাকাতিয়া নদী সেচ ও নিষ্কাশন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন পেশ এবং সে সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি জমি ব্যবহার উপযোগী করে যথাযথ ব্যবস্থাগ্রহণ পূর্বক বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

গতিপথ নদী

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর