Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৮ দিন পর করোনায় মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২১ ২১:২৬

বগুড়া: ৬৮ দিন পর করোনায় আক্রান্ত হয়ে আব্দুল হান্নান খলিফা (৮২) নামে এক জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বগুড়া সদরের বাসিন্দা।

এর আগে, সর্বশেষ ১ অক্টোবর সত্য রঞ্জন ঘোষ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৮৬ জনে দাঁড়াল।

বুধবার (৮ ডিসেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্কের অনলাইন পেজে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্যানুযায়ী বগুড়ায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২০টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার আড়াই শতাংশ। তবে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই জন। জেলায় এ পর্যন্ত এক লাখ ২৭ হাজার ৬৯০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত তিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৭ জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ১২ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৩ জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২ জন।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর