রাজধানীর সবুজবাগ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
৯ এপ্রিল ২০১৮ ০৯:২৫ | আপডেট: ৯ এপ্রিল ২০১৮ ০৯:২৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সবুজবাগ থানা সহকারী উপ পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, বনশ্রী প্রজেক্টে প্রবেশ মুখে কালো রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। লাগেজটি খোলার পর ভিতরে মরদেহটি পাওয়া যায়।
তিনি জানান, ‘মৃতদেহের গলায় রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশটি গুম করার উদ্দেশে দুর্বত্তরা ফেলে রেখে গেছে।’
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএসআর/আইএ