Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্রাটের সহযোগী দম্পতির বিচার শুরু, সাক্ষ্য ১১ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ১৭:০৮

ঢাকা: বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অন্যতম সহযোগী যুবলীগ নেতা জাকির হোসেন এবং তার স্ত্রী আয়েশা আক্তার সোমার বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। চার্জগঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

একইসঙ্গে আদালত আগামী ১১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

এদিন এই দুই আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

২০১৯ সালের ১৭ ডিসেম্বর ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের হোতা হিসেবে পরিচিত জাকির হোসেনের সহায়তায় ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে সোমাকে একমাত্র আসামি করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন কমিশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত করে মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন ও সোমাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বলা হয়, আসামি আয়েশা আক্তার সোমা একজন গৃহিণী। তার নামে আলাদা আয়কর নথি থাকলেও নিজস্ব কোনো আয়ের উৎস নেই।

সারাবাংলা/এআই/এমও

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী দম্পতি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর