Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগ-বিএনপি অচল মুদ্রা, লেনদেনে আর চলবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ১৭:৪৮

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ক্ষমতাহীনভাবে ৩১ বছর ধরে টিকা থাকা আমাদের পার্টির প্রতি মানুষের আস্থা অর্জিত হয়েছে। যে কারণে দেশের ক্রান্তিলগ্নে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করছেন। দেশের রাজনীতিতে পরিবর্তন এখন অপরিহার্য। আওয়ামী লীগ আর বিএনপি এখন অচল মুদ্রার এপিঠ আর ওপিঠে পরিণত হয়েছে। এই মুদ্রায় আর লেনদেন চলবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন। এসময় কিশোরগঞ্জ জেলার তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

পার্টি মহাসচিব মো. মুজিবুল চুন্নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় পার্টিতে যোগদানকারী নেতাদের জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে পার্টির চেয়ারম্যান বলেন, ‘যে সরকার অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি-দুঃশাসনের ভারে ক্রমেই ভারি হতে থাকে, সেই সরকারকে হঠাতে আন্দোলনের প্রয়োজন হয় না। ওই ভারেই তাদের নুয়ে পড়তে হয়। বর্তমান সরকারের হয়েছে সেই অবস্থা।’

দেশের মানুষ এখন কোনোভাবেই ভালো নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘সকল ক্ষেত্রে বিপর্যয়ের পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। দেশবাসী চরম হতাশায় ভুগছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন জাতীয় পার্টিই হচ্ছে দেশের মানুষের প্রত্যাশিত সেই রাজনৈতিক শক্তি।’

এসময় জনগণের প্রত্যাশা পূরণে সবাকেই মিলেমিশে কাজ করার আহ্বান জানান বিরোধী দলের এই নেতা।

সভায় যোগদানকারী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, করিমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, তাড়াইল উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমজাদ হোসেন খান দিদার, জাতীয় পার্টির নব নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ উদ্দিন, সায়েম দাদ খান নওশাদ ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টুসহ অনকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

অচল মুদ্রা আ.লীগ-বিএনপি জাতীয় পার্টি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর