Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন দৃশ্যমান: গোলাম দস্তগীর গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২১ ১৯:২৬

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিষ্ঠা, সততা ও দক্ষতায় উন্নয়ন সূচকে বাংলাদেশ আজ বিশ্বের অনেক দেশকে টপকে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ এখন অধরা নয়, দৃশ্যমান।

বৃহস্পতিবার (৯ ডি‌সেম্বর ) দুপুরে নারায়ণগ‌ঞ্জের মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির মা‌সিক সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। এদিন দুর্নীতিবি‌রোধী দিবস উপল‌ক্ষে আলোচনা সভা ও মানববন্ধনে অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী।

বস্ত্র ও পাটমন্ত্রী ব‌লেন, ‘বাঙালিকে নিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখতেন, তার মধ্যে একটি ছিল এই ভূখণ্ডকে স্বাধীন করা এবং ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। প্রথম স্বপ্নটি বঙ্গবন্ধু বাস্তবায়িত করেছিলেন। বাঙালির সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা, যা তিনি এনে দিয়েছেন। অন্য স্বপ্নটি নিয়ে যখন বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছিলেন, তখনই বুলেটের আঘাতে সপরিবারে তাকে হত্যা করা হয়। বর্তমানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বিচক্ষণ নেতৃত্বে জাতির পিতার দ্বিতীয় স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ দ্রুত অগ্রসরমান।’

মানবসেবায় শেখ হাসিনা আজ বিশ্বের দরবারে প্রশংসিত হচ্ছেন জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্বপ্নের সোনার বাংলা গড়তে ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। উন্নত বাংলাদেশ তখনই গড়ে উঠবে যখন সবাই অন্তর থেকে নিজেদের দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলবে।’

অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে যোগ দেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী। বি‌শেষ অতি‌থির বক্ত‌ব্যে তিনি ব‌লেন, ‘সাহসী নেতৃত্ব ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ব সভায় বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আতিকুল ইসলাম, উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুনসহ অনেকে।

এসময়, নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রূপগ‌ঞ্জের পাঁচজন নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২১’ দেওয়া হয়। বেগম রো‌কেয়া দিবস উপল‌ক্ষে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।

সারাবাংলা/এমও

গোলাম দস্তগীর গাজী বঙ্গবন্ধু সোনার বাংলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর