নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার আটিগ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করে কাচঁপুর নৌ ফাঁড়ি পুলিশ।
তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।
কাচঁপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হুমায়ন কবির জানান, নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে দুবৃর্ত্তরা তাকে হত্যা পর মরদেহ নদীতে ফেলে দেয়।
নিহতের নাম, পরিচয় জানা ও হত্যাকারীদের শনাক্ত করা চেষ্টা চলছে বলেও জানান তিনি।