Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২১ ১৯:৩৭

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বর্তমানে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এই অভিযোগ করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত জাতীয় কমিটি এই সেমিনার আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন- আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিন বারের প্রধানমন্ত্রী, মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, তিনিও তার মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’

‘আজকে এখানে গুম হওয়া পরিবারের কথা শুনেছেন। গত ৮ বছর ধরে আমরা এই পরিবারগুলোর কান্না শুনেছি, আমরা শিশুদের কান্না শুনেছি। এখনো তাদের শিশুরা অপেক্ষা করে থাকে কখন তার বাবা ফিরে আসবে। এরকম একটা ভয়াবহ মর্মস্পর্শী পরিস্থিতির মধ্যে আমরা আছি। বাংলাদেশে আমরা যারা আছি আমাদের বার বার একথা বলার আর প্রয়োজন নেই যে, বাংলাদেশে কীভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে’, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘মানবাধিকার ও গণতন্ত্র- এই দুইটা পরস্পরের পরিপূরক। গণতন্ত্র ছাড়া মানবাধিকার কোনোদিন রক্ষা হতে পারে না, আর মানবাধিকার ছাড়া কখনো গণতন্ত্র চলতে পারবে না। কয়েকবছরের মধ্যে আমাদের এখানে প্রায় ৬০৭ জন গুম হয়ে গেছে, প্রায় সহাস্রাধিক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন, তাদের হত্যা করা হয়েছে। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। আপনি যদি আদালতগুলোতে যান দেখবেন যে, যারা আসামি হয়ে আসছেন তাদের বেশির ভাগই বিএনপির নেতাকর্মী।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, ‘আজ দুর্ভাগ্যজনকভাবে এমন একটা অবস্থা হয়েছে যে, বিচার বিভাগের ওপর এদেশের মানুষ কোনো আস্থা রাখতে পারছে না। কারণ বিচার বিভাগের কাছে মানুষ কোনো বিচার পাচ্ছে না। প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে, গণমাধ্যমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে।’

‘বলতে কোনো দ্বিধা নেই আজকে যারা গণমাধ্যম কর্মী আছেন, তারা সবচেয়ে সহায় অবস্থার মধ্যে পড়েছেন। ডিজিটাল সিকিউরিটির এ্যাক্টের মাধ্যমে এখন কথা বলার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সকলকে ‘জাতীয় ঐক্য’ সৃষ্টি করতে হবে’, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফারজানা শারমিনের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, অধ্যাপক তাজমেরী ইসলাম, আবদুস সালাম, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে নিখোঁজ এম ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস, বিএনপির সাজেদুল ইসলাম সুমনের ভাগ্নি আফরা আনজুম, ওমর ফারুকের স্ত্রী পারভীন আখতার, ছাত্র দলের মাহবুবুর রহমান বাপ্পীর বোন ঝুমুর আখতার তাদের স্বজনদের সন্ধান চেয়ে বক্তব্য রাখেন। এতে জাতিসংঘ, কানাডা, ডেমোক্রেসি ইন্টান্যাশনাল, ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির প্রতিনিধি উপস্থতি ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, শওকত মাহমুদ, ইসমাইল জবিহউল্লাহ, এম এ কাইয়ুম, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সারোয়ার, মাহবুবু উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শ্যামা ওবায়েদ, আবদুল মালেক রতন, শিরিন সুলতানা, জহির উদ্দিন স্বপন, জেড খান রিয়াজ উদ্দিন নসু, তাবিথ আউয়াল, জিয়াউদ্দিন জিয়া, জাহেদুল আলম হিটু, ফরিদা ইয়াসমীন, আতিকুর রহমান রুম্মন, রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, সাংসদ রুমিন ফারহানা, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।

ভেতরে সেমিনার বাইরে বিক্ষোভ
এদিকে সেমিনার চলাকালে লেকশোর হোটেলের সামনের সড়কের ফুটপাতে ‘১৯৭৭ সালের জিয়ার আমলে গুম ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত পরিবার’ ও ‘বিএনপির আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবার’ এর ব্যানারে অর্ধশতাধিক লোক বিক্ষোভ প্রদর্শন করে।

তারা জিয়াউর রহমানের আমলে মানবাধিকার লঙ্ঘনের নানা তথ্য তুলে ধরেন। যতক্ষণ সেমিনার চলে ততক্ষণ তারা ফুটপাতে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যায়।

সারাবাংলা/এজেড

আন্তর্জাতিক মানবাধিকার দিবস খালেদা জিয়া মানবাধিকার মির্জা ফখরুল

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর