Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ ফ্ল্যাটে মারধরের শিকার ঢামেক হাসপাতালের উপপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২১ ১৯:৪১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ২১:৫১

ঢাকা: রাজধানীর বড় মগবাজার এলাকার একটি বাসার গ্যারেজে গাড়ি পার্কিং কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. খালেকুজ্জামান (৫৬)।

শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বড় মগবাজার ওয়ারলেস গেটের বাসার ৫ তলায় নিজ ফ্ল্যাটে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় ডা. খালেকুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ডা. খালেকুজ্জামান বলেন, ‘অ্যাপার্টমেন্টের বেজমেন্টে আমার নিজের প্রাইভেটকার রাখি। দুপুরে ছয়তলার ফ্ল্যাট মালিক আশিক (৫০) আমার বাসায় এসে পার্কিং থেকে  প্রাইভেটকার সরাতে বলে। আমি প্রাইভেটকারটি সরাতে অস্বীকৃতি জানাই। তর্কাতর্কির একপর্যায়ে আমার বাসার চেয়ার দিয়ে আমাকে পিটিয়ে আহত করেন ফ্ল্যাট মালিক আশিক।’

খালেকুজ্জামানের শ্যালক ডা. বখতিয়ার আহমেদ বলেন, ‘খবর পেয়ে মগবাজারের বাসায় গিয়ে আহত অবস্থায় ডা. খালেকুজ্জামানকে দেখতে পাই। এ বিষয়ে হাতিরঝিল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘আহত ডা. খালেকুজ্জামান ঢামেক হাসপাতালের উপপরিচালকের দায়িত্বে আছেন। দুপুরে নিজ বাসায় তাকে মারধর করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর