Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নের নামে রেমিটেন্স লুটপাট হচ্ছে: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২১ ২০:০০

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ক্রমাগত দ্রুতই বেড়ে যাচ্ছে বেকার সমস্যা। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র, দুর্গম বনজঙ্গল, মরুভুমি পাড়ি দিয়ে জীবিকার প্রয়োজনে দেশ ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে মানুষ। কিন্তু দেশে বেকার সমস্যা সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে যে রেমিটেন্স তারা দেশে পাঠাচ্ছে উন্নয়নের নামে তা লুটপাটের ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হাজী মো. সাইফুদ্দিন আহমেদ মিলন ফাউন্ডেশন-এর উদ্যোগে ঢাকার আমলীগোলা মাঠে শীতকালীন কম্বল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের আরও বলেন, ‘উন্নয়নের মেগা প্রজেক্ট চলছে কিন্তু শেষ হচ্ছে না। কবে শেষ হবে তাও কেউ জানে না। নির্দিষ্ট সময়ে কোন প্রজেক্ট শেষ হচ্ছে না। ফলে ক্রমেই ব্যয় বেড়ে চলছে। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় কোনো ঠিকাদার শাস্তি বা জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে না। অথচ প্রজেক্ট ব্যয় বাড়ার কারণে গরিব মেহনতি মানুষের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স হরিলুট হচ্ছে। আবার দেশের ব্যবসায়ীদের অর্জিত টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের বড় বড় ব্যবসায়ীদের বিদেশে বাড়ি হচ্ছে, তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করছে। এখন তো আর ব্রিটিশ বা পাকিস্তানিরা দেশের টাকা নিয়ে যাচ্ছে না। তাহলে দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে কে?’

বিজ্ঞাপন

তিনি এ সময় আরও বলেন, ‘জাতীয় পার্টি নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, সম্পাদকমণ্ডলীর সদস্য হুমায়ুন খান, এনাম জয়নাল আবেদীন, ইসহাক ভূঁইয়া, যুগ্ম সম্পাদকমণ্ডলীর সদস্য সমরেশ মণ্ডলী মানিক, শেখ মুহাম্মদ শান্ত, দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় সদস্য শামসুল হুদা মিয়া, ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পাার্টি জিএম কাদের রেমিটেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর