ঢাকা: চাকরিতে বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ‘সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ’। টানা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ৩য় দিনে এই কর্মসূচি পালন করে তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘চাকরিতে বয়সসীমা বৃদ্ধি করা এখন ন্যায্য দাবি। নেপাল আর শ্রীলংকার মত দেশগুলোতে বয়সসীমা ৩৫ থাকলেও পাকিস্তান এবং বাংলাদেশে এখনও ত্রিশ বছর বয়সসীমা চলছে। আমরা কেন পাকিস্তানকে অনুসরণ করব?’
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে শাহবাগে ৪ দফা দাবিতে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারক বলেন, ‘বর্তমানে প্রশ্নফাঁস আমাদের মেধাবীদের ধ্বংস করে দিচ্ছে। করোনার কারণে বয়স শেষ হয়ে গেছে। এজন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের যৌক্তিক ৪ দফা দাবিতে এই আন্দোলন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।’
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বয়সসীমা নিয়ে স্থায়ী সমাধান চাই। বেকারত্বের অভিশাপ চাই না। অনতিবিলম্বে আমরা চাই আমাদের যে চার দফা আছে তা পূরণ করা হোক।’
এ সময় সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের নেতারা তাদের চার দফা দাবি তুলে ধরেন। যেখানে সব চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ, নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
পরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও জাতীয় সংগীতের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।