Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২১ ১০:৪০

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে যুবককে পিটিয়ে মারল প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত আশাদ মিয়া কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা (বগাটিয়া) গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। এ ঘটনায় মজনু মিয়া (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাংধরকান্দা গ্রামের কামাল মিয়ার সঙ্গে উলুকান্দা গ্রামের আব্দুল্লাহর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তাদের বিরোধ মীমাংসার জন্য উলুকান্দা এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে সালিশ বসে। এ সময় দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে আশাদ আহত হন। পরে স্বজনরা তাৎক্ষণিকভাবে আশাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মজনু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

সারাবাংলা/এএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর